Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সৈয়দপুর ইউনিয়নের ইতিহাস

সৈয়দপুর ইউনিয়ন চট্টগ্রাম জেলাস্থ সীতাকুন্ড উপজেলার একটি ঐতিহ্যবাহি ইউনিয়ন। এই ইউনিয়নের সভ্যতা সংস্কৃতি, ইতিহাস ও কৃষ্টি সমহিমায় উজ্জল। ইতিহাস পর্যালোচনা করলে দেখাযায়, এক সময় চট্টগ্রাম জেলা আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কথিত আছে ঐ সময়ে চট্টগ্রাম অঞলে বার জন আউলিয়া ইসলাম ধর্ম প্রচারের জন্য সীতাকুন্ডের বার আউলিয়া নামক স্থানে আসেন এবং একটি বৈঠকে মিলিত হন এবং কিছু সিদ্বান্ত গ্রহনকরেন। উক্ত সিদ্বান্ত সমূহ্ বাস্তবায়নের নিরিখে বার জন আউলিয়া সম্পূর্ন  চট্টগ্রামে ছড়িয়ে পড়েন। তাদের মধ্যে অন্যতম  ছিলেন হযরত শাহ সুফি সৈয়দ ফকির মনুমিয়াজী(রঃ) জনশ্রুতিতে জানাযায় হযরত শাহ সুফি সৈয়দ ফকির মনুমিয়াজী(রঃ) মীরেরহাট বাজারের দক্ষিণ পার্শ্বে মীরের দীঘির পূর্ব পার্শ্বে বসতি স্থাপনকরে ধর্ম প্রচার কার্যক্রমে নিজকে নিয়োজিত করেন। তাঁর নামানুসারে পূর্বে কেদারখীলের পশ্চিম সীমা থেকে পশ্চিমে সন্দিপ চ্যানেল (বঙ্গোপসাগরের শাখা) পর্যন্ত বিস্তির্ন এলাকা সৈয়দপুর নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে উক্ত সৈয়দপুর পূর্ব এবং পশ্চিম দুইটি অংশে বিভক্ত হয়ে দুটি গ্রামের সৃষ্টি হয়। একটি পূর্ব সৈয়দপুর অপরটি পশ্চিম সৈয়দপুর।সচরাচর ইউনিয়নের মধ্যে অবস্থিত বড় গ্রামের নামানুসারে ইউনিয়নের নাম করন করা হয়। সে হিসাবে অএ ইউনিয়নের নাম সৈয়দপুর ইউনিয়ন নাম করন করা হয়েছে বলে অনুমিত।